ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের অনুশীলন স্থগিত

শ্রীলঙ্কা সফরের সময় কাছে চলে এলেও দেশেটির ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও টেস্ট সিরিজটি নিয়ে সবুজ সংকেত দেয়নি। তবে লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। 

অবধারিতভাবে সফরটি পিছিয়ে যাওয়ায় বিসিবি ক্রিকেটারদের তিন দিনের বিশ্রাম দিয়েছে। বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছে।

আকরাম বলেন, আমরা তো পরিকল্পনার মধ্যেই রয়েছি। এখন প্রাথমিক দলের ২৭ ক্রিকেটারকে তিন দিনের বিরতি দিয়েছি। এই তিন দিনের মধ্যে সিদ্ধান্ত আসলে আমরা আবার অনুশীলন নিয়ে পরিকল্পনা করবো।

তিনি বলেন, বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) তো জানিয়েছেন যদি সফর না হয়, তাহলে একটা ঘরোয়া টুর্নামেন্ট করবে। সেটা আমাদের মাথায় আছে। প্ল্যান ‘এ’, ‘বি’, ‘সি’ সবই করা আছে। যেহেতু খেলোয়াড়রা ৭-৮ দিন অনুশীলন করেছে, সেহেতু একটা বিরতির দরকার আছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন