ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এমন বিদায় তোমার প্রাপ্য নয় : মেসি

যেভাবে লুইস সুয়ারেসকে বার্সেলোনা থেকে বিদায় দেওয়া হয়েছে তা একদমই পছন্দ হয়নি আর্জেনটাইন মহতারকা লিওনেল মেসির। বার্সা অধিনায়কের মতে, কাম্প ন্যু-তে নিজেকে উজাড় করে দেওয়া উরুগুয়ের স্ট্রাইকারের এমন ভাবে বিদায় প্রাপ্য নয়।

এক যুগ পর প্রথমবারের মতো ট্রফিশূন্য মৌসুম কাটানোর পরই নিজেদের নতুন করে গুছিয়ে নিচ্ছে কাতালান ক্লাবটি। একে একে দলকে বিদায় দিয়েছে ইভান রাকিতিচ, আর্তুরো ভিদাল, নেলসন সেমেদো ও সুয়ারেসকে।

কোচ রোনাল্ড কুমান বার্সার দায়িত্ব নেওয়ার পর সুয়ারেসকে জানান, ২০২০-২১ মৌসুমের পরিকল্পনায় নেই সুয়ারেস। এরপরই বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার বিদায় বেলার পরিস্থিতি মেসির মনে গভীর দাগ কেটেছে। যা কিনা ইন্সটাগ্রামে প্রিয় বন্ধুকে জানানো আবেগঘন বিদায়ী বার্তায় আছে এর ছাপ।

মেসি লিখেছেন, তুমি যেমন, ঠিক তেমন একটা বিদায় তোমার প্রাপ্য ছিল। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অন্যতম একজন, দলীয় ও ব্যক্তিগতভাবে অনেক কিছু জিতেছ।

সত্যিই আমাকে আর কোনো কিছুই অবাক করে না। দীর্ঘ ছয় বছর যার সঙ্গে মাঠ ও মাঠের বাইরে অনেক কিছু ভাগাভাগি করেছি। আজ আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম, সত্যিই আমি তোমার অভাবটা বুঝতে পেরেছি। মাঠ ও মাঠের বাইরের দিনগুলো ভাগাভাগি করতে না পারাটা কতই না কঠিন হবে।

তোমাকে অন্য জার্সিতে অদ্ভুত দেখাবে এবং আরও অদ্ভুত লাগবে তোমার বিপক্ষে খেলার সময়। নতুন চ্যালেঞ্জে তোমাকে শুভকামনা। অনেক ভালোবাসি তোমায়। শিগগির আবার দেখা হবে, বন্ধু আমার।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন