আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ২০১৭ সালে নাজমুল হোসেন শান্তর অভিষেক হয়ছিল। এর পরের বছরই তিনি ওয়ানডেতে অভিষেক হয়। আর টি-টোয়েন্টির অভিষেক ২০১৯ সালে। দেশের হয়ে এখন পর্যন্ত ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন এই তরুণ।
শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত স্কিল ট্রেনিং ক্যাম্পেও রয়েছে তিনি। লঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার আগে ৪ টেস্টে শান্তর ৭১ রানের একটি ইনিংস রয়েছে। টেস্টে ২৮.৭১ গড়ে ২০১ রান করেছেন তিনি।
চার টেস্টের ৭ ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ ও ১২, জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ও ১৩, পাকিস্তানের বিপক্ষে ৪৪ ও ৩৮ এবং সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে খেলেছেন ৭১ রানের ইনিংস। এতে বলা যায় শান্তর গ্রাফটা উন্নতির দিকেই রয়েছে।
আজ বৃহস্পতিবার অনুশীলন শেষে শান্ত বলেন, আমার মনে হচ্ছে শেষ দুই তিনটা ইনিংস ভালো ব্যাটিং হয়েছে। আমি সব সময় যে জিনিসটা চাই তা হল ইনিংসগুলো যেন লম্বা হয় এবং নিয়মিত পারফরম্যান্স যেন করতে পারি। আমার ব্যাটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল সেট হওয়া ইনিংসগুলো যেন বড় করতে পারি।
তিনি বলেন, অনেকটা সময় কেড়ে নিয়েছে করোনাভাইরাস। যেহেতু এখন মাঠে এসে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় মানসিক ভাবে ইতিবাচক থাকলে আবারও আগের ছন্দ ফিরে পাবো।
আনন্দবাজার/এম.কে