শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড ঘোষণা

চলতি বছরের শুরুর দিকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ যুব ক্রিকেটাররা। যদিও বয়সের কারণে শিরোপা জয়ী দলের প্রায় সবাই অনূর্ধ্ব-১৯ দলে খেলার যোগ্যতা হারিয়েছেন। এ কারণেই আগামী বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে অনূর্ধ্ব-১৯ দল গঠন করেছে।

এবার চারটি গ্রুপে বিভক্ত হয়ে গত একমাস ব্যাপী বিকেএসপিতে ক্যাম্প করেছে যুব টাইগাররা। দেশি কোচদের অধীনে অনুশীলন সেরেছে তারা। মোট ২৮ জন সদস্যকে নিয়ে নতুন এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি ।

এই স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটাররা আগামী ১ অক্টোবর থেকে আবারো বিকেএসপিতে স্কিল ক্যাম্প শুরু করবে। এর আগে ২৯ সেপ্টেম্বর মিরপুর ক্রীড়া পল্লীতে সবার করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

বিসিবি জানিয়েছে, ক্যাম্পে থাকা যুব ক্রিকেটাররা প্রস্তুতি হিসেবে নিজেদের মধ্যে আগামী ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর পাঁচটি একদিনের ম্যাচ খেলবেন।

অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: প্রান্তিক নওরোজ নাবিল, মোফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়জিদ মিয়া রোমান, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম,গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  শ্রীলংকা সিরিজে অনিশ্চিত সাকিব

সংবাদটি শেয়ার করুন