ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উয়েফার বর্ষসেরা তালিকায় নেই মেসি-রোনালদো

আগামী ১ অক্টোবর সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার বর্ষসেরাখেলোয়াড়দের নাম প্রকাশ করা হবে। আজ বুধবার বর্ষসেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন, বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডোস্কি ও ম্যানুয়েল নয়্যার।

এদিকে ২০১০ সালের পর এই প্রথম সেরা তিনে নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। এমনকি সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকাও জায়গা হয়নি দুই মহাতারকারা। ২০১৯/২০ মৌসুমের পারফরমেন্স অনুযায়ী ভোটের মাধ্যমে খেলোয়াড়দের তালিকা করেছেন ইউরোপের প্রথম সারির কোচ ও সাংবাদিকরা।

উয়েফার বর্ষসেরা তালিকাগুলো দেখে নিন:

উয়েফা মেনস কোচ অব দ্যা ইয়ার: কেভিন ডি ব্রুইন, রবার্ট লেওয়ানডোস্কি এবং ম্যানুয়েল নয়্যার

সেরা কোচ: হানসি ফ্লিক, ইয়্যুর্গেন ক্লপ এবং হুলেন নাগেলসম্যান।

সেরা গোলরক্ষক: কেইলর নাভাস, ম্যানুয়েল নয়্যার এবং জান ওবালাক।

সেরা ডিফেন্ডার: ডেভিড আলাবা, বেন ডেভিস এবং জশুয়া কিমিচ।

সেরা মিডফিল্ডার: ডি ব্রুইন, থমাস মুলার এবং থিয়াগো আলকান্ত্রা।

সেরা ফরোয়ার্ড: রবার্ট লেওয়ানডোস্কি, কিলিয়ান এমবাপে এবং নেইমার।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন