ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে

অবশেষে পাকিস্তান সফরের জন্য সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী অক্টোবর-নভেম্বর মাসে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও সম সংখ্যক টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।

সরকারের সবুজ সঙ্কেত পাওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তেভেঙ্গা মুকুহলানি বলেন, আমরা যুব, ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কিরস্টি কভেন্ট্রি, ক্রীড়া ও বিনোদন বিষয়ক কমিশন এবং জিম্বাবুয়ে সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা এই সফরের জন্য অনুমোদন দিয়েছেন।

ইতোমধ্যে সফরকে কেন্দ্র করে জিম্বাবুয়ের ২৫ সদস্যের একটি দল অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এই সময়ে করোনা সংক্রান্ত সব বিধিই অনুসরণ করতে হয়েছে দলটিকে। সূচি অনুযায়ী,  ৩০ অক্টোবর, ১ ও ৩ নভেম্বর ওয়ানডে এবং  ৭,৮ ও ১০ নভেম্বর টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন