আফ্রিকার দেশ ঘানায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জন ফুটবলার প্রাণ হারিয়েছেন। এই দূর্ঘটনার খবর দিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, নিহতরা সবাই বয়সভিত্তিক দলের ফুটবলার ছিলেন। এছাড়া এ ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, নতুন মৌসুমে খেলার জন্য একসঙ্গে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন একঝাঁক তরুণ ফুটবলার। তবে কাজ শেষ করার পর তাদের আর ঘরে ফেরা হলোনা। গত শনিবার ৩৪ জনের দল আফ্রিকান ভিশন একাডেমিতে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন। রেজিষ্ট্রেশন করে ফেরার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ওই ৮ ফুটবলার।
তরুণ ফুটবলারদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে গভীর নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে বেশ দুর্গম জায়গায়। ফলে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে। এ ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জিএফএর ওয়েবসাইটে শোকপ্রকাশ করা হয়। সম্ভাবনাময় এই ৮ তরুণ ফুটবলারের এমন করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঘানায়।
আনন্দবাজার/টি এস পি