বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না নাওমি ওসাকা

কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের তারকা টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। তাই বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে আসেন তিনি। এত সাফল্য পাওয়ার পর হঠাৎ দুঃসংবাদ জানালেন তিনি। চোটের কারণে আর ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারছেন না। বাধ্য হয়েই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

ইএসপিএনের খবরে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের পর আরেকটি মেজর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ওসাকা এই সিদ্ধান্তের কথা জানান। বেশ কিছুদিন ধরেই হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল চলাকালীন তাঁর পুরনো চোট আবার দেখা দেয়। এই চোট নিয়ে তিনি ইউএস ওপেন ট্রফি জেতেন।

 

 

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নতুন বছর ফুটবলময় রাখার আশ্বাস দিলেন বাফুফে সভাপতি

সংবাদটি শেয়ার করুন