ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই

করোনা পরিস্থিতির মাঝেই আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুনার্মেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।

বাংলাদেশ সময় রাত ৮টায় আবু ধাবিতে ম্যাচটি শুরু হবে। ত্রয়োদশ আইপিএলের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এবারের আইপিএল। এছাড়া থাকছে না আইপিএলের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠা কোনো চিয়ারলিডার। এ ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের এই সংকটজনক অবস্থায় চিয়ারলিডারদের নাচ সম্পূর্ণভাবে অর্থহীন। বোর্ডের এমন সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন