গেল সাতদিন আগে কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছিল সাইফ হাসানের। সাতদিন বাদে আজ (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয়বারও করোনা টেস্টেও পজিটিভ এসেছে জাতীয় দলের ডানহাতি তরুণ ব্যাটসম্যান।
তাই শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য খেলোয়াড় তালিকায় সাইফের নাম থাকা নিয়ে এখন শঙ্কাই জাগছে। যদিও সুস্থ হয়ে উঠলে দুই টেস্ট খেলা ব্যাটসম্যানকে দলে রাখতে চাইবেন নির্বাচকরা।
এদিকে বাংলাদেশ দলের লঙ্কা সফর নিয়ে রয়েছে শঙ্কা। ক্রিকেটারদের ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের যে নিয়ম দিয়েছে লঙ্কান বোর্ড তা ঘোর আপত্তি বিসিবির। বাংলাদেশ চায় ৭দিন কোয়ারেন্টাইন, একই সঙ্গে অনুশীলনের অনুমতি। ইতোমধ্যে বিসিবির পক্ষ থেকে শ্রীলঙ্কাকে চিঠিও পাঠানো হয়েছে, জবাব মিলতে পারে বুধবার।
আনন্দবাজার/এম.কে