ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজের আগেই জেগে উঠলেন মুমিনুল

আজই শেষ হতে যাচ্ছে ক্রিকেট বোর্ডের দেয়া সূচি অনুযায়ী অনুশীলন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের আর কোন সূচি দেয়া নেই। আগাম কোনো ঘোষণাও আসেনি।

এরই মধ্যে শেরে বাংলার সেন্টার উইকেটে এক টানা প্রায় এক ঘন্টা ব্যাটিং করলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার ব্যাটিং পাখির চোখে পরখ করলেন হেড কোচ ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ ওটিস গিবসন।

বল ছুড়ে মুমিনুলের ব্যাটিং প্র্যাকটিসে সহায়তা করলেন রায়ান কুক। গিবসন আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে প্রায় আধঘন্টা মুমিনুলের ব্যাটিং দেখলেন।

ধারণা করা যাচ্ছে, যেহেতু আগামী ১৮ সেপ্টেম্বর থেকে আবার করোনা টেস্ট, তাই আগামী দুই দিন মানে ১৬ ও ১৭ সেপ্টেম্বর কোনো অনুশীলন হবে না। অর্থাৎ ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনের এখানেই ইতি। তারপর ২১-২২ সেপ্টেম্বরের দিকে শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন