ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত অ্যাটলেটিকোর কোচ সিমিওনে

গতকাল (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে লা লিগার ২০২০-২১ মৌসুম। নতুন মৌসুমেও শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে মৌসুম শুরুর আগেই দুঃসংবাদ পেল ক্লাবটি। প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ক্লাবটির কোচ দিয়েগো সিমিওনে।

শনিবার ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার দলের সবাইকে নতুন করে করোনা টেস্ট করা হয়েছে। আর তাতে কোচ সিমিওনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। কোচের শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি এখন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটলেটিকোর তারকা খেলোয়াড় দিয়েগো কস্তা। এর আগে ডিফেন্ডার সিমে ভ্রাসালকো এবং ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোরেয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন।

গ্রানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম যাত্রা শুরু করবে অ্যাটলেটিকো। তবে কর্তৃপক্ষ ধারণা করছে, এই লম্বা সময়ের মধ্যে করোনা থেকে সেরে উঠবেন সিমিওনে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন