ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএস ওপেন জিতলেন ওসাকা

এবারও ইউএস ওপেন টেনিসের নারী এককের শিরোপা জিতলেন নওমি ওসাকা। জাপানের এই টেনিস তারকা ২-১ ব্যবধানে হারিয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।

গতকাল শনিবার প্রথম সেটে লড়াই করতেই পারেননি ওসাকা। প্রথম সেটে হেরে যান ৬-১ গেমে। তবে পরের সেটেই দারুণ ছন্দে ঘুরে দাঁড়ান।

৬-৩ ও ৬-৩ গেমে টানা দুই সেট জিতে জয়ের উল্লাসে মাতেন ওসাকা।

এটি ২০১৮ সালের পর তার দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা। সেরেনা উইলিয়ামসকে হারিয়ে সেবার প্রথমবারের মতো ইউএস ওপেন জিতেছিলেন এই জাপানিজ তারকা।

এর পর ২০১৯ সালে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। সব মিলিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন ওসাকা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন