ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাদল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন বাদল রায়। জাতীয় দলের এই সাবেক খেলোয়াড় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩ অক্টোবরের বাফুফের নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষে প্রার্থী ছিলেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। তবে বাদল সরে দাঁড়ানোর কারণে এখন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে দুই জনের মধ্যে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বাফুফের নির্বাচন কমিশনের নিকট বাদলের সরে দাঁড়ানোর চিঠি নিয়ে আসেন তার স্ত্রী মাধুরী রায়। শারীরিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

মাধুরী রায় বলেন, আসলে বাদল তো অনেকদিন ধরেই অসুস্থ…আমরা সবাই জানি। ফুটবলের জন্য সে কাজ করতে চেয়েছিল। কিন্তু এখন দেখছে যে, তার শরীর আসলেই কাজ করছে না, কথা বলতেও কষ্ট হচ্ছে তার। তাই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে হচ্ছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন