করোনারভাইরাসের দীর্ঘ্য বিরতি শেষে তিন ম্যাচের সমান টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে ইংল্যান্ড সফর করছে অস্ট্রেলিয়া। শুরুতেই টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দু-দল, এতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
এই ম্যাচে খেলা হচ্ছে না স্টিভ স্মিথের, তার জায়গায় ৩ নম্বরে ব্যাট করবে মার্কুস স্টয়নিস।
ইংল্যান্ড: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার (উইকেট-রক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কুস স্টয়নিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি (উইকেট-রক্ষক), প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।
আনন্দবাজার/এম.কে