ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার করোনায় আক্রান্ত হলেন এমবাপ্পে

নেইমার, পারদেস, ডি মারিয়ার পর এবার করোনায় আক্রান্ত হলেন পিএসজির গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গতকাল সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। করোনায় পজিটিভ আসার পর দল ছেড়ে বাসায় ফিরে গেছেন পিএসজি সুপারস্টার এমবাপ্পে।

এমবাপ্পের করোনায় আক্রান্ত হওয়ার কারণে বেশ ক্ষতি হচ্ছে ফ্রান্সেরও। কারণ, চলতি নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পেকে পাচ্ছে না তারা।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছে পিএসজির সাতজন ফুটবলার। কিন্তু পজিটিভ হলেও কোনো উপসর্গ দেখা যায়নি ডি মারিয়া ও পারদেসের মধ্যে। তবে দুজনেই এখন সেলফ আইসোলেশনে আছেন।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে ছুটি কাটাতে ইবিজায় বেড়াতে গিয়েছিলেন ডি মারিয়া-নেইমাররা। সঙ্গে গিয়েছিলেন কেলর নাভাস, অ্যান্ডার হেরেরা, মাউরো ইকার্দির মতো তারকারাও। সেখান থেকে ফিরেই করোনায় আক্রান্তের খবর দেন ডি মারিয়া-পারদেস। এরপর করোনায় আক্রান্ত হন নেইমারও। এবার এমবাপ্পেও আক্রান্ত হলেন এই ভাইরাসে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন