ইউএস ওপেন থেকে বহিষ্কার হয়েছে টেনিস তারকা নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিপক্ষে খেলছিলেন তিনি। খেলা চলাকালীন সময়ে পয়েন্ট হারানোর ক্ষোভে এক নারী লাইন জাজের গলায় বল দিয়ে আঘাত করেন তিনি। এই ঘটনায় এবার এই কড়া শাস্তি দেয়া হয়েছে জোকোভিচকে।
গতকাল রোববার এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
বিশ্বের এক নম্বর টেনিস তারকা হিসেব শুধু খেলাই নয়, এমনসব নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেকবার শিরোনাম হয়েছেন তিনি। আবারও খেলা চলাকালীন বিতর্কিত কাজ করে বিস্ময়ের জন্ম দিলেন তিনি।
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিপক্ষে ১১তম গেমে ৫-৬ পিছিয়ে গিয়ে বলে আঘাত করেন জোকোভিচ। যা ওই নারী লাইন জাজের গলায় গিয়ে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন জাজ। তবে এ ঘটনায় ওই নারীকে সান্ত্বনা দেন এবং দুঃখ প্রকাশ করেছেন জোকোভিচ। এরপর টুর্নামেন্ট সুপারভাইজার ও রেফারি সোয়েরেন ফ্রিয়েমেল কথা বলেন চেয়ার আম্পায়ার অরলি টোর্টে ও আন্দ্রেস এগলির সঙ্গে। এর কিছুক্ষণ পরই ইউএস ওপেন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয় জোকোভিচকে। এই ঘটনায় এবারের মতো ইউএস ওপেনের দরজা বন্ধ হয়ে গেল জোকোভিচের।
আনন্দবাজার/টি এস পি