ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি-রোনালদোর পর নেইমার-এমবাপেই সেরা: লিওনার্দো

গত মৌসুমের মাঝামাঝি সময়ে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) দুই বড় তারকা নেইমার এবং এমবাপে নতুন মৌসুমে ক্লাব ছেড়ে দিবেন। নেইমার ফিরেন বার্সেলোনায় এবং এমবাপে যোগ দিবেন রিয়াল মাদ্রিদে।

তবে ২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজি রানার্সআপ হওয়ার পর দৃশ্যপট এক বারেই বদলে যায়। ইতোমধ্যেই দুই বড় তারকাকেই দলে রেখে দিতে জোর সমর্থন জানিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। তার মতে, বর্তমান সময়ে মেসি-রোনালদোর পর নেইমার-এমবাপেই সেরা।

মূলত, সবশেষ মৌসুমে এই দুজনের নৈপুণ্যেই ঘরোয়া ট্রেবল জয় করেছে পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরে যাওয়ায় আসেনি ইউরোপিয়ান ট্রেবল। দুজন মিলে মোট ৪০টি গোল (নেইমার ১৯ ও এমবাপে ২১) করেছেন ।

পিএসজির স্পোর্টিং ডিরেক্টর বলেন, সকলের কাছেই সবকিছু পরিষ্কার। আমরা তাদের দুজনকে নিয়েই এগোতে চাই। আমরা তাদের দুজনকেই চাই। তাদের মতো দুই খেলোয়াড় এক দলে থাকা অনেক বড় ব্যাপার। মেসি ও রোনালদো তাদের নিজেদের ক্লাবে একাই ছিল। তবে আমাদের দলে দুজন রয়েছেন যারা মেসি-রোনালদোর পর বিশ্বসেরা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন