আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব আল হাসান। এর আগেই বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আসন্ন শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকে খেলবেন সাকিব। নিষিদ্ধ হওয়ার আগে টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে নিষেধাজ্ঞার পর দলে ফিরলেও কোনো ফরম্যাটেই আপাতত নেতৃত্ব ফিরে পাচ্ছেন না সাকিব।
সাকিব নিষিদ্ধ হওয়ার পর টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর টেষ্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন মুমিনুল হক। তবে করোনার কারণে নিজেদেরকে প্রমাণের তেমন সুযোগ তারা পাননি।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেন, না, এখনই ক্যাপ্টেন্সি বদলানোর কোনও ভাবনা নেই। সৌরভ (মুমিনুল) আছে, সেই থাকবে। নেতৃত্বে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।
আনন্দবাজার/টি এস পি