ঢাকা | রবিবার
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন সাকিব

মাঠে ফেরার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল শনিবার থেকেই বিকেএসপিতে অনুশীলন শুরু করেন সাকিব।
প্রায় সাড়ে পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র থেকে গত বুধবার ভোররাতে দেশে ফেরেন সাকিব। দু’দফা করোনা পরীক্ষা করিয়ে ‘নেগেটিভ’ রিপোর্ট পেলে শুক্রবারই তিনি চলে যান বিকেএসপিতে। সেখানে গতকাল শনিবার থেকেই শুরু করেন মাঠে ফেরার প্রস্তুতি।

শনিবার সকাল সাড়ে ৭টায় বিকেএসপিতে সাকিবের শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলন করেন সাকিব।

রানিং দিয়ে শুরু হয় তার দিনের কার্যক্রম। প্রথম দিন শুধু ফিটনেস অনুশীলনেই ঘাম ঝড়িয়েছেন সাকিব। অনুশীলন চলে এক ঘণ্টা অবধি। স্বাস্থ্যবিধি মেনে বিকেএসপিতেই অনুশীলন চালিয়ে যাবেন তিনি। প্রথমে এক সপ্তাহের ফিটনেস অনুশীলন করবেন সাকিব।

গতকাল শনিবার বিকেএসপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ৪ থেকে ৫ সপ্তাহের আবাসিক প্রশিক্ষণের জন্য সাকিব উঠেছেন বিকেএসপির ভিআইপি রেস্ট হাউস মধুমতিতে। কোচ সালাহউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিম তার অনুশীলনের দিক নির্দেশনা দেবেন। গতকাল সকাল থেকে সাকিব অনুশীলন শুরু করেছেন। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত রানিং ও জিম করেছেন। প্রথম এক সপ্তাহ তার ফিটনেস অনুশীলন চলবে। এরপর স্কিল (ব্যাটিং, বোলিং) অনুশীলন।

আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব৷ সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার চারদিন আগে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই দলে পাওয়া যাবে সাকিবকে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন