ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে দুই দলে ডাক পেয়েও গেলেন না মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দুটি দলের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের খেলা থাকায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি না পাওয়ায় আইপিএলকে না বলে দিয়েছেন তিনি।

গত মার্চেই রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন মুস্তাফিজ। তবে করোনার কারণে সেবার যেতে পারেননি তিনি। এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে প্রস্তাব দিয়েছিল। তবে সামনে বাংলাদেশের শ্রীলংকা সফর থাকায় কোনো প্রস্তাবেই রাজি হননি তিনি।

এ প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, আমি দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেই একই সময়ে আমাদের শ্রীলংকা সফর আছে। ওরা (ফ্র্যাঞ্চাইজি) বিসিবির কাছে জানতে চেয়েছিল, আমাকে আইপিএলে পাওয়া সম্ভব কিনা। উত্তরে বিসিবি তাদের জানিয়ে দিয়েছে, এই সময়ে আমরা শ্রীলংকা সফরে যাব। কাজেই আমাকে পাওয়া সম্ভব নয়।

আইপিএলের সবশেষ নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। তবে কোটি টাকার এই প্রস্তাবের চেয়ে বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সিরিজই মুস্তাফিজের কাছে প্রাধান্য পাচ্ছে।

মুস্তাফিজ বলেন, আমার কাছে সবার আগে বাংলাদেশ দল। আমার ভাবনায় এখন বলা যায় শুধুই শ্রীলংকা সফর। আশা করি সামনে এমন সুযোগ আরও আসবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন