ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় রাউন্ডে ইউএস ওপেন থেকে অ্যান্ডি মারের বিদায়

দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। অন্যদিকে, প্রত্যাশিত জয় পেয়ে তৃতীয় রাউন্ডে ওঠেছেন ডমিনিক থিম, ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিক, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ, ইতালির মাত্তেও বেরেত্তিনি।

এদিকে, নারী এককে তৃতীয় রাউন্ডে ওঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, সোফিয়া কেনিন, আমান্ডা আনিসমোভা, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, বুলগেরিয়ার সভেতানা পিরোনকোভা।

অঘটনের শিকার ব্রিটিশ টেনিসার অ্যান্ডি মারে। কানাডার ২০ বছর বয়সী ফেলিক্স অগারের কাছে সরাসরি ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে হেরে আসর থেকে বিদায় নেন মারে। ছেলেদের আরেক এককে, প্রত্যাশিত জয় পেয়েছেন আসরের তৃতীয় রাউন্ডে ওঠেছেন অষ্ট্রিয়ার ডমিনিক থিম। ভারতের সুমিত নাগালকে সরাসরি ৬-৩, ৬-৩ ও ৬-১ গেমে হারান।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন