বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ নিয়োগ এখন চূড়ান্তের পথে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বলছে, ইংল্যান্ডের কেউ একজন হতে পারেন সালমা-রুমানাদের পরবর্তী কোচ।
বিসিবির সংক্ষিপ্ত তালিকায় দুজন ইংলিশ কোচ রয়েছেন। এদের মধ্যে থেকেই একজনকে বেছে নেয়া হবে। চলতি মাসেই বিসিবি কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করবে। আর হোড কোচের মতামতের ভিত্তিতেই কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়োগ দেয়া হবে।
এদিকে, ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের বেলাতেও কোচ বদলের হিড়িক দেখা যাচ্ছে। সালমা-রুমানাদের সঙ্গে গত ছয় বছরে তিনজন বিদেশি ও একজন দেশি হেড কোচে দায়িত্ব পালন করেছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে মেয়েদের হেড কোচ অঞ্জু জৈনকে দায়িত্ব থেকে অব্যাহতি জানায় বিসিবি। তবে এবার ইংলিশ কোচের দিকেই ঝুঁকছে বিসিবি।
আনন্দবাজার/এম.কে




