ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি চলে গেলে লা লিগার বড় ক্ষতি হবে: লুকা মদ্রিচ

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে গেলে যেমন দলটির ক্ষতি হবে, তেমনি জৌলুস হারাবে লা লিগাও। মেসির যাওয়াটা লিগের জন্য বড় ক্ষতি হবে মনে করেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড লুকা মদ্রিচ। 

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে লুকা মদ্রিচ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর যেমন ক্ষতি হয়েছিল, মেসি চলে গেলেও ঠিক তেমনই ক্ষতি হবে। তবে এখন অতীত টেনে লাভ নেই। এটি ফুটবল, এটি এমনই হয়।

মদ্রিচ বলেন, মেসি চলে গেলে লা লিগার মর্যাদায় বড় ধরনের আঘাত আসবে। মেসির মতো তারকা লা লিগার জন্য খুবই প্রয়োজন।

এখন পর্যন্ত ২১ বার লিওনেল মেসির দল বার্সার বিপক্ষে লড়াই করেছিলেন মদ্রিচ। ২০০৮ সালের পর রোনালদো ছাড়া একমাত্র তিনিই মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর খেতাব জিতেছিলেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন