আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে এবারের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। দর্শক ছাড়া আয়োজন করা হচ্ছে এবারের আইপিএল।
তবে ভারতীয় ক্রিকেটের প্রধানের মতে জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরু হলে টেলিভিশন রেটিং পয়েন্টের (টিআরপি) রেকর্ড ভেঙে যাবে।
৮ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট এই আসরটি শেষ হবে। এরই মধ্যে দলগুলো সব মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছে গেছে। পরিকল্পনা মতো সব চলছিল।
তবে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার-স্টাফসহ ১৩ জন করোনা আক্রান্তের ঘটনা সামনে এলে কিছুটা নড়েচড়ে গিয়েছিল আসর আয়োজকরা। যদিও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী অবশ্য সব কিছু নিয়ে বেশ আশাবাদী।
সম্প্রতি একটি অনলাইন শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘এ বার টিভিতে রেকর্ড সংখ্যক মানুষ আইপিএল দেখবেন। আগের তুলনায় সবচেয়ে বেশি টিআরপি হবে এ বারের আইপিএলের।
টিভি সম্প্রচারকারী সংস্থা আশা করছে, মাঠে না যেতে পারলেও টিভির পর্দায় অবশ্যই সকলে চোখ রাখবেন সবাই।’
আনন্দবাজার/ইউএসএস