রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলিকে পেছেনে ফেললেন বাবর

ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল (৩০ আগস্ট) ১৯৫ রান করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারের লজ্জা পেয়েছে পাকিস্তান। তবে দল হারলেও এই ম্যাচে দারুণ রেকর্ড গড়েছেন সফরকারী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বাবর আজম তার ব্যক্তিগত ৩৯তম ইনিংসে ৫৬ রানের চমৎকার একটি ইনিংস খেলে টি-টোয়েন্টিতে দ্রুত এক হাজার ৫০০ রান করেন। যদিও বাবরের প্রয়োজন ছিল ২৯ রান।

সমান ৩৯ ইনিংস খেলে এক হাজার ৫০০ রান করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু এই ফরম্যাটে দ্রুত এক হাজার রানের মালিক বাবর একাই। ২৬ ইনিংসে এক হাজার রান করে কোহলিকে পেছনে ফেলেন পাক দলনেতা। যদিও কোহলির রেকর্ডটি ছিল ২৭ ইনিংসে। তবে এখন পর্যন্ত দ্রুত দুই হাজার রান করার রেকর্ড দখলে রেখেছেন কোহলি। তিনি ৫৬ ইনিংসে এই রান করেন।

এদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ব্যাটিং গড়ে কোহলিকে টপকে গেছেন বাবর। অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবরের ব্যাটিং গড় এখন ৫০.৯০। অপরদিকে কোহলির ব্যাটিং গড় ৫০.৮০।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  তিন ফরম্যাটেরই অধিনায়ক বাবর

সংবাদটি শেয়ার করুন