গত মার্চে মাসে গ্রিস থেকে অলিম্পিকের মশালটি জাপানে পৌঁছায়। কিন্তু মহামারির করনোভাইরাসের কারণে অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ার পর দেশটির রাজধানী টোকিওতে সেটি লুকিয়ে রাখা হয়েছিল।
অবশেষে আজ সোমবার (৩১ আগষ্ট) টোকিও অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ইয়োশিরো মরি এবং জাপান অলিম্পিক কমিটির সভাপতি ইয়াসুহিরো ইয়ামাশিটার উপস্থিতিতে ছোট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিখা উন্মোচন করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার থেকে নিউ জাপান অলিম্পিক জাদুঘরে মশালটি প্রদর্শিত হবে এবং সেখানে আগামী দুই মাসের জন্য এটি রাখা হবে। যে সকল দর্শনার্থীরা আগে থেকে বুকিং দিয়েছে তারাই ওই জাদুঘরে যেতে পারবেন।
আনন্দবাজার/এম.কে