বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনার অনুশীলন করছেন না মেসি

আজ রোববার করোনা টেস্ট ও আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবেন না লিওনেল মেসি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি, বুরোফ্যাক্স করে বার্সেলোনাকে এমনটাই জানিয়ে দিয়েছেন মেসি। এতে মেসির স্পেন ছাড়ার খবরের সত্যতা আরও প্রবল হল।

জানা গেছে, দলবদলে কোনো অনিয়ম ধরা পরলে মেসি ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারেন। তাই মেসি শেষবারের মত বার্সার সঙ্গে বৈঠকে বসতে চান।

কাগজে কলমে মেসি এখনও বার্সেলোনার ফুটবলার। তাই এখন অন্য কোনো ক্লাবে যেতে হলে ক্লাবকে বুঝিয়ে ব্যাংক একাউন্টে পর্যাপ্ত টাকা দিলেই মিলবে ছাড়পত্র। তবে এর আগে কোনো অনিয়ম ধরা পরলে মেসি পেতে পারেন ফিফার নিষেধাজ্ঞা। তবে আইনি জটিলতায় জড়াতে চান না মেসি। সেজন্যই আইনজ্ঞদের পরামর্শ মেনেই তিনি দ্বিতীয় বুরোফ্যাক্স করেছেন। আনুষ্ঠানিকভাবে পত্র দেবার আগেই একজন সাক্ষী রেখেছেন মেসি।

স্প্যানিশ জনপ্রিয় ফুটবল পত্রিকা মার্কা বলছে, মেসি বার্সার বিপক্ষে যুদ্ধে যাচ্ছে। বার্সেলোনা পথেঘাটে তাই বিপ্লবী চে-গুয়েভারার সাজে মেসির এমন ছবি শোভা পাচ্ছে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ডাক্তার-নার্স-পুলিশদের সম্মান জানালেন শেবাগ

সংবাদটি শেয়ার করুন