ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির নিয়ম ভেঙেও বেঁচে গেলেন আমির

করোনাভাইরাসের পরবর্তী সময়ে বেশকিছু পরিবর্তন এনে মাঠে ফিরেছে ক্রিকেট। বিশেষ করে ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে যে সব কাজে, সে সব কাজে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

এর মধ্যে একটি হলো-বলে লালা লাগানো যাবে না। যদিও বলের উজ্জ্বলতা বাড়াতে লালা লাগানোর কাজটি নিয়মিতই করে থাকে ফিল্ডিংয়ে থাকা দলটি। কিন্তু এই লালার মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে বলে আইসিসি কঠোর নিয়ম করেছে যে, কোনোমতেই বলে লালা লাগানো যাবে না।

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের (২৮ আগস্ট) টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির এই নিয়ম ভেঙেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ম্যাচের এক পর্যায়ে দেখা গেছে, বলের মধ্যে লালা লাগিয়ে উজ্জ্বল করার চেষ্টা করছেনে আমির।

যদিও পাকিস্তানি এই পেসারের কপাল ভালো। এমন ঘটনায় কোনও ধরনের সতর্কবার্তা বা তিরস্কারের মুখে পড়তে হয়নি তাকে। সম্ভবত ম্যাচের মধ্যে আম্পায়ারদের নজরেই আসেনি বিষয়টা।

আইসিসির নিয়ম অনুসারে, কোনো দল অভ্যাসবশত বলে লালা লাগিয়ে ফেললে দুইবার সতর্ক করবেন আম্পায়াররা। তবে এরপর যদি একই ম্যাচে এমন ঘটনা ঘটলে ব্যাটিংয়ে ৫ রান কেটে নেওয়া হবে এবং বলে লালা লাগানোর পর সেটাকে জীবাণুমুক্ত না করে খেলা শুরু করবেন না আম্পায়াররা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন