ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও মোহামেডানে আসছেন ব্রিটিশ কোচ শেন লিন

ফুটবলের নতুন মৌসুম শুরু হবে কবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লিগ কমিটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দলবদল শুরুর লক্ষ্যে ক্লাব এবং ফুটবলারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে নতুন ফুটবল মৌসুমে মোহামেডানের ডাগআউটে দাঁড়াতে আবারও আসছেন ব্রিটিশ কোচ শেন লিন। তবে নতুন করে চুক্তি না হলেও ক্লাব ও শেন লিন মৌখিকভাবে সম্মত হয়েছে।

মোহামেডানের অধিনায়ক আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, ইতোমধ্যে কোচের সঙ্গে কথা ফাইনাল হয়েছে। এখন শুধু চুক্তি বাকি। আমরাও তাকে আরও দুই বছর ডাগআউটে রাখতে চাই। কোচও রাজি আছে।

একটি তারুণ্য নির্ভর দল নিয়ে গেল মৌসুম ভালোই খেলেছিল মোহামেডান। বিশেষ করে প্রিমিয়ার লিগে সাদা-কালোদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। যদিও মাঝপথে পরিত্যক্ত হওয়া লিগে মোহামেডান ৬ ম্যাচ খেলেছিল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন