ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিকের কাছে বগুড়ার টার্ফ উইকেটই সেরা

দীর্ঘদিন বিরতি কাটিয়ে নিয়মিত শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এলেও চার দেয়ালের মধ্যেই ব্যাটিং করতে হচ্ছে মুশফিকুর রহিমকে। আর এসময় মিরপুরের ইনডোরে কেটেছে বেশি সময়। তবে স্কিল অনুশীলনের পরিপূর্ণ স্বাদ তিনি পেয়েছেন নিজ জেলা বগুড়ায় গিয়েই।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) শহীদ চান্দু স্টেডিয়ামের নেটে মুশফিককে দেখা গেছে পুরনো চেহারায়। আর নিজের সেই ব্যাটিং সেশনের একটি ভিডিও প্রকাশ করেছেন ফেসবুক পেজে।

ভিডিওতে দেখা যায় সবুজ ঘাসের উইকেটে স্থানীয় বোলারদের মি. ডিপেন্ডেবল সামলেছেন দারুণভাবে। যেখানে ছিল সব ধরনের শটের পসরা। জানা গেছে, খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে মুশফিক সিডিউল অনুশীলন করবেন আরও দুই দিন।

ভিডিওর শিরোনামে মুশফিক রহিম লিখেছেন, সম্ভবত এটাই দেশের সেরা টার্ফ উইকেট। দারুণ সময় কেটেছে এখানে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন