ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কে হাসবে শেষ হাসি পিএসজি নাকি বায়ার্ন?

বহুল প্রতীক্ষিত ইউরোপের সেরা লিগের ফাইনাল আজ রবিবার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ক্লাব হওয়ার লড়াইয়ে মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। পর্তুগালের লিসবনে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

ইউরোপ সেরার মুকুট জিতে অভিষেক ফাইনাল চির স্মরণীয় করে রাখতে চায় ফরাসি ক্লাব পিএসজি। অপরদিকে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিজেদের করে রাখতে চায় দুর্দান্ত ফর্মে থাকা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

১০ বার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনাল খেলে পাঁচবারই ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে বায়ার্ন মিউনিখের। তাই সাত বছর পর আরেকবার শিরোপা জয়ের সুযোগ হারাতে চাইবে না চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল করা বায়ার্ন। এর আগে ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, ২০০১ ও ২০১৩ সালে ট্রফি হাতে উল্লাস করেছিল জার্মান দলটি।

অপরদিকে, দারুণ রক্ষণাত্মক ভাগ নিয়ে অন্যান্য দলের তুলনায় কম গোল হজম করেছে পিএসজি। তাই প্রথমবার এসেই বাজিমাত করার সুযোগটা হাত ছাড়া করতে চাইবে না নেইমার-এমবাপ্পেরা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন