বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১লা অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র

শুক্রবার রাতে ইন্টার মিলানকে ইউরোপা লিগের ফাইনালে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে সেভিয়া। এর মধ্যে ২০২০-২০২১ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাছাই দলগুলোর তালিকাও চূড়ান্ত হয়েছে।

ইউরোপা শিরোপা বিজয়ী সেভিয়া ছয়টি লিগের চ্যাম্পিয়ন দলের সঙ্গে পট ওয়ানে থাকবে। লিগ চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, প্যারিস সেইন্ট-জার্মেই ও জেনিথ সেন্ট পিটার্সবার্গ। এছাড়াও এই পটে সপ্তম লিগ বিজয়ী দল হিসেবে যুক্ত হবে এফসি পোর্তো।

আগামী ১ অক্টোবর এবারের মৌসুমের ড্র অনুষ্ঠিত হবে এবং ২০ অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বের দলগুলো হচ্ছে:

পট ওয়ান: লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, প্যারিস সেইন্ট-জার্মেই, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, এফসি পোর্তো ও সেভিয়া।

পট টু: ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড,বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, শাখতার দোনেস্ক, চেলসি ও বেনফিকা কিংবা আয়াক্সের মধ্যে একটি দল।

এদিকে বাছাইপর্বের রাউন্ডের ফলাফলের উপর ভিত্তি করে বাকি দুটি পটের দলগুলো নির্ভর করা হবে। যদিও পট থ্রিতে এখনো পর্যন্ত তিনটি দল (আরবি লিপজিগ, ইন্টার মিলান ও ল্যাজিও) নিশ্চিত হয়েছে। বাছাইপর্বের বাঁধা অতিক্রম করতে পারলে এদের সঙ্গে যুক্ত হতে পারে ডায়নামো কিয়েভ, সালজবার্গ, অলিম্পিয়াকোস ও সেলটিক।

পট ফোরে ইতোমধ্যে স্টাদে রেনে ও ইস্তাম্বুল বাসাকশেইর দল দুটি নিশ্চিত হয়েছে। তবে নীচু সারির এই পটে আরো যুক্ত হতে পারে লোকোমোটিভ মস্কো, ক্লাব ব্রাগ, মার্সেই, আটালান্টা ও বরুশিয়া মনচেনগ্ল্যাডবাচ।

আরও পড়ুনঃ  একই রাতে ছিটকে গেল বার্সা-রিয়াল

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন