বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে বদলে গেছে মানুষের জীবন। তেমনই জীবন বদলেছে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপের ফাইনালে ৩০৮ রান তাড়া করে জয় ছিনিয়ে আনার অন্যতম নায়ক নরেশ তুম্বারও। পরিবারের খরচ চালাতে ভারতের আহমেদাবাদের জামালপুর মার্কেটে সবজি বিক্রি করেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
জানা গেছে, পরিবারের পাঁচজন সদস্যের পেট চালাবার দায়িত্ব ২৯ বছর বয়সী তুম্বার কাঁধে। দৃষ্টিহীন হওয়ায় কোনো ধরনের চাকরি পাননি তিনি। এছাড়া পাননি কোনো ধরনের আর্থিক সাহায্যও।
মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের দিনমজুরের কাজ করে অল্প টাকা পেয়েছিলেন তিনি। তবে সেই অল্প টাকায় আর কতদিন! বাধ্য হয়েই সংসারের হাল ধরতে শহরে এসে সবজি বিক্রি করছেন তিনি।
তুম্বা বলেন, বিশ্বকাপ জিতে যখন ভারতীয় দল দেশের মাটিতে আসে, তখন তাদের জন্য সরকার ও রাজ্য সরকার টাকার বন্যা বইয়ে দেয়। কিন্তু আমাদের মতো অন্ধ ক্রিকেটারদের জন্য সেই উচ্ছ্বাস কোথায়! সমাজ আমাদের কখনোই একনজরে দেখে না।
আনন্দবাজার/টি এস পি