মহামারী করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলও ফিরছে ক্রিকেটে। আর শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর আবারও টাইগারদের পদচারণা শুরু হবে বাইশ গজে। তবে এবারের সফরে বাংলাদেশ দলের টেস্ট ব্যাটিং পরামর্শক হতে পারেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান।
যদি টাইগারদের নিয়মিত ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি শ্রীলঙ্কা সফরে যেতে রাজি না হন, তাহলে সাবেক কিউই ব্যাটিং কোচের দিকে হাত বাড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার শ্রীলঙ্কা সফরে তার যাওয়ার সম্ভাবনা কমই রয়েছে। কারণ, কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে এবং প্রস্তুতির জন্য প্রায় এক মাস আগেই শ্রীলঙ্কা যাবে টাইগাররা।
ম্যাকমিলানকে ‘সংক্ষিপ্ত সময়ের জন্য’ ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজে টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে থাকার জন্য ম্যাকেঞ্জিকে রাজি করানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, শ্রীলঙ্কায় ম্যাকেঞ্জির যাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ইতোমধ্যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছি। ম্যাকমিলান তাদের মধ্যে একজন। তবে এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
আনন্দবাজার/এম.কে