ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাত বছর পর ফাইনালে বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের সিঙ্গেল লেগে অলিম্পিক লিওঁকে ৩-০ গোলে হারিয়ে ৭ বছর পর শিরোপার মঞ্চে পা রেখেছে বায়ার্ন মিউনিখ। আগামী ২৩ আগস্ট চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বাভারিয়ানরা। 

পর্তুগালের লিসবনে বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বায়ার্নের হয়ে প্রথমার্ধে ১৮ মিনিটে লিড এনে দেয় সার্জি গানাব্রে। এরপর ম্যাচের ৩৩ মিনিটে জোড়া গোল পূরণ করেন জার্মানের এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৮৮ মিনিটে লেভানডোভস্কির এক গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। এ আসরে লেভার ১৫টি গোল হল। চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের ক্রিস্টিয়ানো রোনালদোর ১৬ ও ১৭ স্কোরের রেকর্ডের দিকে এগিয়ে ফাইনালে ছোঁয়া-ভাঙা-গড়ার  সুযোগ রয়েছে পোলিশ তারকার সামনে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন