ঢাকা | মঙ্গলবার
১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন মোশাররফ রুবেলের বাবা

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তাঁর বয়স ছিল ৭৫ বছর।
জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই সিএমএইচে ভর্তি ছিলেন মোশাররফ রুবেলের বাবা। বাবার সংস্পর্শে এসে নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন রুবেল। তবে এখন তিনি সুস্থ আছেন। তবে প্রাণঘাতী এই ভাইরাসের কারণে হারালেন তার বাবাকে।
প্রায় এক বছর ধরেই বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছেন রুবেল। গেল বছর মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারে সুস্থ হন তিনি। ক্রিকেটে ফেরার অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। এরই মধ্যে বাবাকে হারানোর দুঃসংবাদ শুনলেন এই ক্রিকেটার।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন