ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে বাবর আজম

চলতি বছরের ফেব্রুয়ারিতে টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে উঠেছিলেন বাবর আজম। টেস্টে সেটাই ছিল তার ক্যারিয়ারসেরা র‌্যাংকিং। তবে বেশি সময় সেখানে টিকতে পারেননি, এক ধাপ নেমে যেতে হয়েছিল বাবর আজমকে।

তবে সাউদাম্পটন টেস্টের পর পাকিস্তানি এই ব্যাটসম্যান আবারও ফিরেছেন তার ক্যারিয়ারসেরা পঞ্চম অবস্থানে। ৪৭ রানের ইনিংসটি তাকে তুলে দিয়েছে এক ধাপ ওপরে। এছাড়াও বাবরের দুই সতীর্থ ব্যাটসম্যান আবিদ আলি ও মোহাম্মদ রিজওয়ানও নিজেদের ক্যারিয়ারসেরা ব্যাটিং র‌্যাংকিংয়ের দেখা পেয়েছেন। আবিদ ৪৯তম ও  রিজওয়ান ৭৫তম স্থানে উঠেছেন।

এদিকে, ইংল্যান্ডের পেস জুটি স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনেরও র‌্যাংকিংয়ের উন্নতি হয়েছে। সাউদাম্পটন টেস্টে ৫৬ রানে ৪ উইকেট নেওয়া ব্রড এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয় সেরা বোলার হয়েছেন। আর ৬০ রানে ৩ উইকেট নেয়া অ্যান্ডারসন দুই ধাপ এগিয়ে ১৪ নম্বর অবস্থানে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগত র‌্যাংকিংয়ে ২৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ১৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। ৩৬০ পয়েন্টে এই তালিকায় শীর্ষে ভারত।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন