ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর আজ থেকে শুরু হচ্ছে। রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স লড়বে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। করোনা ভাইরাসের কারণে এবারের সিপিএলের পুরো আসরটি হচ্ছে ত্রিনিদাদ এন্ড টোবাগোর দুই স্টেডিয়ামে। আর বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে খুব বেশি বিদেশি খেলোয়াড়ও দেখা যাবে না এবারের সিপিএলে।
এছাড়া মহামারির কারণে টুর্নামেন্টের সূচিও সংক্ষিপ্ত করা হয়েছে। ২৩ দিনের মধ্যেই পর্দা নামবে আসরের।
এবার ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল।
আনন্দবাজার/শহক