ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাঠকর্মীদের আগেই হাজির মুশফিক

ফিটনেস কিংবা অনুশীলনে সবচেয়ে সচেতন মুশফিকুর রহিম। লকডাউন শেষে ব্যক্তিগত অনুশীলনেও সবার আগে হাজির হয়েছেন তিনি। বৃষ্টিতে ভিজেও সেদিন করেছেন অনুশীলন। একদিন বিরতি কাটিয়ে আবারো যখন অনুশীলনে ফিরেছে ক্রিকেটাররা, আবারো সবার আগে হাজির মুশফিক। এমনকি মাঠকর্মীদেরও হাজির হওয়ার আগেই ! 

করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য আলাদা আলাদা প্র্যাক্টিস সেশনের ব্যবস্থা করেছে বিসিবি। ষষ্ঠ দিনের অনুশীলনে নির্ধারিত সময়ে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে সকাল ৯টা থেকে ঘন্টাখানেক ব্যাটিং করেছেন মুশি। এরপর মূল মাঠে আধা ঘন্টা রানিং করেছেন। পরের সেশনে মাঠে নামেন মোহাম্মদ মিঠুন। বিসিবি ট্রেইনারের তত্ত্বাবধানে রানিং সেশনে ঘাম ঝরিয়েছেন তিনিও। পরে যোগ দেন ইমরুল কায়েস। এদিন সকালে অনুশীলনের কথা থাকলেও আসেননি পেসার শফিউল ইসলাম। আজ অনুশীলন করবেননা আরেক পেসার তাসকিনও।

গেল রোববার ব্যক্তিগতভাবে অনুশীলনের অনুমতি পান ক্রিকেটাররা। তবে কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে বিসিবি। করোনার আতঙ্ক না কাটায় পাশাপাশি একসঙ্গে অনুশীলন করতে পারবেননা ক্রিকেটাররা। ঢাকার পাশাপাশি সিলেট, খুলনা ও চট্টগ্রামেও অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা।

কোভিড নাইন্টিন মহামারীর মাঝে শুরু হওয়া বিশেষ এই অনুশীলন সেশনের প্রথম ধাপে আগামীকাল (রোববার) সপ্তম ও শেষদিনের অনুশীলনে অংশ নেবেন ক্রিকেটাররা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন