ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবলকে বিদায় জানিয়েছেন কোম্পানি

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে দীর্ঘদিন মাঠ মাতিয়েছেন বেলজিয়ামের সেন্টার ব্যাক ভিনসেন্ট কোম্পানি। আজ সোমবার (১৭ আগস্ট) ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দীর্ঘদিনের বুটজোড়া তুলে রেখে এবার কোচ হিসেবে কাজ শুরু করবেন কোম্পানি।

এখন থেকেই স্বদেশী ক্লাব আন্দারলেখটের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই সদ্য সাবেক ফুটবলার। যদিও এই ক্লাবটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। ২০০৩ সালে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলার হিসেবে যাত্রা শুরু করেন কোম্পানি। এরপর ২০০৮ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিজেনদের হয়ে দীর্ঘ ১১ বছর খেলেছেন ভিনসেন্ট কোম্পানি। গেল বছর ম্যানসিটি থেকে আন্দারলেখটে যোগ দেন তিনি। আর এক মৌসুম পরই আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন এই ডিফেন্ডার।

এখন থেকে কোচ হিসেবেই দেখা যাবে বেলজিয়ামের সেন্টার ব্যাককে। ইতোমধ্যে তাকে শুভকামনা জানিয়েছেন সতীর্থরা সহ অনেকেই।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন