এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সুরেশ রায়নাও। সতীর্থ এমএস ধোনির পথ অনুসরণ করে একই দিনে এ ঘোষণা দিয়েছেন তিনি।
ধোনির ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই রায়না ধোনির সাথে নিজের একটি ছবি শেয়ার করে লিখেন, তোমার সাথে খেলাটা অসাধারণের কম কিছু ছিল না কখনই। হৃদয়ভরা গর্ব নিয়ে তোমার সঙ্গী হচ্ছি আমি এ ভ্রমণে।
২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রায়নার। ২০১০ সালে টেস্ট অভিষেক হয় তার। তবে দীর্ঘ সংস্করণের ক্যারিয়ারটা লম্বা হয়নি। রায়না ওয়ানডে খেলেছেন ২২৬টি। এ ফরম্যাটে ৩৫.১১ গড়ে ৫৬১৫ রান করেছেন তিনি, আছে ৫টি সেঞ্চুরি। টেস্ট ও টি-টোয়েন্টিতেও একটি করে সেঞ্চুরি রয়েছে। তিনি তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ক্রিকেটার।
জাতীয় দলের পাশাপাশি ধোনির সাথে আইপিএলেও চেন্নাই সুপার কিংসে সতীর্থ ছিলেন রায়না। দীর্ঘদিন খেলেছেন একসঙ্গে। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর ধোনির সঙ্গী হলেন তিনিও।
আনন্দবাজার/টি এস পি