আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনি। আচমকাই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ইনস্টাগ্রামে এক বার্তায় ধোনি লিখেছেন, ক্যারিয়ারজুড়ে ভালোবাসা আর সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। ধরে নিন ১৯২৯ ঘণ্টা (গতরাত ৭টা ২৯ মিনিট) থেকে আমি অবসরে।
এভাবে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুব নেওয়া ধোনির পক্ষেই সম্ভব। এর আগে কাউকে কোনো পূর্বাভাস না দিয়েই একটি সিরিজের মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন।
তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সংশয়াচ্ছন্ন ভারতীয় ক্রিকেটপাড়াও ২০১৯ সালের বিশ্বকাপের পর ধরে নিয়েছিল যে ঘোষণাটা আসবে হুট করেই। তবে অনেকে ভেবেছিলেন, আরেকটা যুদ্ধ না জিতে যাবেন না ‘মাহি’। কিন্তু প্রথমটাই বেছে নিয়েছেন অধিনায়ক। কোনো মহড়া ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি।
২০০৪ সালে ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। ক্রিকেটীয় গুণাবলি, দর্শন তো বটেই, এমন মানসিকতাই অন্যদের চেয়ে আলাদা করে রাখবে মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া আইসিসির সব ইভেন্টজয়ী একমাত্র অধিনায়কের নামও মহেন্দ্র সিং ধোনি।
আনন্দবাজার/টি এস পি