অবশেষে তিন বছর পর সমঝোতার ভিত্তিতে জুভেন্টাস ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। যদিও তার সঙ্গে জুভেন্টাসের বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। এর আগে ২০১৭ সালে পিএসজি থেকে তুরিনে যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পারস্পারিক সমঝোতার ওপার ভিত্তি করে ব্লেইস মাতুইদিকে জুভেন্টাস বিদায় জানাচ্ছে। জুভাদের জার্সি গায়ে সে প্রতিটি ম্যাচেই হৃদয় থেকে লড়াই করে খেলেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মাতুইদি লিখেছেন, জুভেন্টাস পরিবারের সদস্য হওয়াটা স্বপ্ন সত্যি হবার মতই ঘটনাই। এটি অত্যন্ত সম্মানের। এখানে আমি একটি অসাধরণ প্রতিষ্ঠান ও চমৎকার কিছু সতীর্থ আবিস্কার করেছিলাম। যারা আমার কাছে অনেক কিছু ছিল। সারাজীবন আমি জুভেন্টাসের এক নম্বর সমর্থক হয়েই থাকবো। সব কিছুর জন্য অনেক বড় একটি ধন্যবাদ পেতেই পারে তুরিনের ক্লাবটি।
২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের হারানোর ম্যাচটি ফ্রান্সের হয়ে খেলেছিলেন মাতুইদি। জুভেন্টাসের হয়ে তিনি তিনটি সিরি-আ ও একটি করে ইতালিয়ান কাপ এবং ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেন।
আনন্দবাজার/এম.কে