ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে ফিরেছে নারী ক্রিকেট দল

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে তাদের আর মাঠে নামা হয়নি। তাই লকডাউনে ঘরেই গুটিকয়েক খেলোয়াড় নিজেদের ফিটনেস নিয়ে কাজ করে ছিলেন। তবে এবার মাঠে ফিরেছেন নারী ক্রিকেটারার।

ছেলেদের পর এবার জাহানারা-সালমারা শুরু করেছেন মাঠের অনুশীলন। আজ সোমবার (১০ আগস্ট) থেকে কয়েকটি ভেন্যুতে শুরু হয়েছে এই অনুশীলন। এখন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ বগুড়া ও খুলনায় একক অনুশীলন করেন ৯ নারী ক্রিকেটার।

আজ মিরপুরে অনুশীলন করেছেন শামিমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, নাহিদা আক্তার। আগামীকাল থেকে অনুশীলনে যুক্ত হবেন লতা মণ্ডল।

এছাড়াও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ এবং সালমা খাতুনের অনুশীলন করার কথা রয়েছে। এদিকে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন