এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল। করোনা আক্রান্ত বাবার সংস্পর্শে আসার কারণে নিজেও আক্রান্ত হয়েছেন বলে মনে করেন তিনি। গতকাল রোববার আক্রান্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জানা যায়, বর্তমানে ঢাকা সিএমএইচে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন মোশাররফের বাবা। আর ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে আছেন মোশাররফ। তিনি ও তার বাবা করোনায় আক্রান্ত হলেও, আক্রান্ত হয়নি তার স্ত্রী এবং সন্তান।
সংবাদ মাধ্যমকে মোশাররফ বলেন, আমার বাবা করোনায় আক্রান্ত হয়ে ক’দিন ধরে সিএমএইচে আইসিইউতে আছেন। আমি বাবার সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়েছি। করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করায় এবং রিপোর্ট পজিটিভ আসে। এখন আমি আইসোলেশনে আছি।
তিনি বলেন, তার বাবা আইসোলেশনে থাকলেও তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। তিনি জানিয়েছেন, তার স্ত্রী-সন্তানের করোনা নেগেটিভ আসার তাদের শ্বশুরের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সবার কাছে তার পরিবারের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হন মোশাররফ রুবেল। সিঙ্গাপুরে প্রায় চার মাসের মতো চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি।
আনন্দবাজার/টি এস পি