উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগের জয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তবে পিছিয়ে থাকা স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ পরিসংখ্যানের পাতা থেকে পেতে পারে অনুপ্রেরণা।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আজ শুক্রবার (৭ আগস্ট) ইতিহাদ স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে সিটি ও রিয়াল। এর আগে প্রথম লেগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল সিটিজেনার। তবে ফিরতি লেগের লড়াই শুরু হওয়ার আগে অপটা তুলে ধরেছে দুই দলের পরিসংখ্যান। অবশ্য সেখানে সিটি ও রিয়াল দুই দলের পাশেই রয়েছে সম্ভাবনা ও শঙ্কা দুটোরই দোলাচল।
চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডে খেলা ১১টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে রিয়াল মাদ্রিদ। তিনটি করে হার ও ড্র আছে। ম্যানচেস্টার ইউনাইটেড, লিডস ইউনাইটেড, লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে এসেছে পাঁচ জয়।
সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ২৮টি ম্যাচ জিতেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। যা প্রতিযোগিতাটির ইতিহাসে যে কোনো কোচের তুলনায় বেশি। তৃতীয় কোচ হিসেবে রিয়ালকে নকআউট পর্ব থেকে একাধিকবার বিদায় করার সুযোগ রয়েছে তার সামনে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের ম্যাচে পিছিয়ে পড়া সিটিকে সমতায় ফেরান গাব্রিয়েল জেসুস। চ্যাম্পিয়ন্স লিগে ১৬ ম্যাচে সরাসরি ১৪টি গোলের সঙ্গে সম্পৃক্ত আছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ১২ গোল করার পাশপাশি সতীর্থদের ২ গোলে করিয়েছেন তিনি।
আনন্দবাজার/এম.কে