একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২২৪ রানের ঐতিহাসিক জয় পেলো আফগানিস্তান। টেস্ট ক্রিকেটে ১৯ বছর কাটিয়ে দেওয়ার পর নবীন আফগানদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হারের লজ্জায় পুড়তে হলো টাইগারদের।
আজ পঞ্চম দিন মধ্যাহ্ণ বিরতির পর প্রথমবারের মতো খেলা শুরু হলে ১৩ বল পরেই আবার নেমে আসে বৃষ্টি। ওই সময়ে বাংলাদেশ ৭ রান সংগ্রহ করে। এরপর বিকাল ৪:২০ এ পুনরায় খেলা শুরু হয়। শুরুতেই জহির খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক সাকিব আল হাসান (৪৪)।
বৃষ্টি বিঘ্নিত শেষ দিনের শেষ সেশনে ১৮.৩ ওভার টিকতে পারলেই ম্যাচটা ড্র করতে পারত বাংলাদেশ। কিন্তু রশিদ খানের স্পিন ভেল্কিতেই সমাপ্তি ঘটল টাইগারদের ইনিংস। শেষের ৪ ব্যাটসম্যানদের তিনজনকেই তুলে নিলেন রশিদ খান।
গতকাল রবিবার ৩৯৮ রানের বিশাল টার্গেটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস সূচনা করেন লিটন দাস আর সাদমান ইসলাম। শুরুটা মোটামুটি ভালো হলেও ৩০ রানের জুটি জহির খানের বলে লিটন দাসকে (৯) দিয়ে পতনের শুরু। একে একে ফিরে যান তিনে নামা মোসাদ্দেক হোসেন (১২), মুশফিকুর রহিম (২৩), মুমিনুল হক (৩), মাহমুদউল্লাহ (৭)। ওপেনার সাদমান চেষ্টা করেছিলেন। তার ১১৪ বলে ৪১ রানের ইনিংস থামে মোহাম্মদ নবির বলে।
টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আর প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে রশিদের ঘূর্ণিতে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে থামে আফগানদের ইনিংস।
দেখসংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২
বাংলাদেশ প্রথম ইনিংস: ২০৫
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: ২৬০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৭৩
ফলাফল: আফগানিস্তান ২২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রশিদ খান।
সিরিজ: আফগানিস্তান ১-০ ব্যবধানে জয়ী।