ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্ত্রের চিকিৎসায় লন্ডন যাচ্ছেন তামিম

করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে তিন মাস পর ‘হোম অব ক্রিকেটের’ বন্ধ দুয়ার খুলেছে। গত রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন মুশফিকুর রহিমসহ একদল ক্রিকেটার। তবে মাঠে দেখা যায়নি ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে।

জানা যায়, বেশ কিছু দিন ধরে অন্ত্রে ব্যথা অনুভব করছেন তামিম ইকবাল। প্যাথলজিক্যাল টেস্ট ও সিটিস্ক্যান করালেও তার এই ব্যথার কারণ জানা যায়নি। এই ব্যথা মাঝেমধ্যে এতটাই বাড়ে যে সোজা হয়ে দাঁড়াতে পারেন না তামিম।

তামিমের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, তামিমের লন্ডন যাত্রা ও চিকিৎসার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তামিম।

কিছুদিন আগে তামিম গণমাধ্যমেকে জানিয়েছিলেন, পেটের ব্যথা থেকে মুক্তি পেতে চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন। সেখানকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন