ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে স্থগিত হলো টি-২০ ক্রিকেট বিশ্বকাপ

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (২০ জুলাই) আইসিসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারণে এর আগেই এবারের আসর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা অসম্ভব ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া সভায় এই টুর্নামেন্টের ক্ষতি পুষিয়ে নিতে আইসিসির বড় ইভেন্টগুলোর সূচি নতুন করে ঠিক করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটি অনুষ্ঠিত হবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। ১৪ নভেম্বর ধরা হয়েছে ফাইনালের সম্ভাব্য তারিখ হিসেবে। আর পরবর্তী আসরটিও ২০২২ সালের একই সময়ে অনুষ্ঠিত হবে, এর ফাইনাল সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৩ নভেম্বর।

এদিকে পরিবর্তিত সূচির কারণে ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি থেকে সরিয়ে অক্টোবর-নভেম্বরে নির্ধারণ করা হয়েছে। ওই টুর্নামেন্টের ফাইনাল নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন